
এদেশে সংগঠিত '৭১ সালের যুদ্ধ' বা 'যুদ্ধে নিহত মানুষদের' নিয়ে কোন গবেষণা সম্ভব নয়। একটা শক্তিশালী পক্ষ আছে যারা কখনোই চায় না এদেশের নিহত মানুষদের তালিকা হোক কিংবা যারা নিহত হয়েছে তাদের নিহত হওয়ার প্রকৃত কারণ নিয়ে গবেষনা হোক। কারণ গবেষণা করলেই মহান(!) মুক্তিযুদ্ধের গোমর ফাঁস হয়ে যাবে বা হওয়ার...