২০০৮ সালের ডিসেম্বরে সেনাপ্রধান মইন ইউ আহমেদের পাতানো নির্বাচনে ক্ষমতায় আসে শেখ হাসিনা। ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনা এই নিশ্চয়তা দেয় যে, মইন ইউ আহমেদ ও তার দোসরদের দুই বছরের সকল অপরাধের দায়মুক্তি দেওয়া হবে। হলোও তাই। ২০০৭-২০০৮ এই দুই বছরের সেনাশাসনের বিরুদ্ধে শেখ হাসিনা অনেক বিষোদগার করলেও কুশীলবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নি।
ভারতের মধ্যস্থতায় বিনা ভোটে ক্ষমতায় এসে আমাদের জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে। পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়ে সেনাবাহিনীকে পোষা বিড়ালে পরিণত করা হয়েছে। হাসিনা বাংলাদেশের মানুষের মাথার ওপর চেপে বসেছে জগদ্দল পাথরের মতো। এ যেন রূপকথার ভয়ংকর ডাইনি।
২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আমাদের দূরাবস্থার কিছু আংশিক চিত্র তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
১৫. অভিশপ্ত ছাত্রলীগ
Excellent work
উত্তরমুছুনভাডিও আকারে পেলে অনেক ভালো হতো
উত্তরমুছুনখুবই গুরুত্বপূর্ণ।
উত্তরমুছুনaudio can help understnd in short
উত্তরমুছুনপ্রশংসনীয় গবেষণা কর্ম। যেহেতু কোন পরিশ্রমই বৃথা যায় না সেহেতু এটাও যাবে না ইনশাআল্লাহ্।
উত্তরমুছুন