
তাবুক অভিযানের মূল কারণ ছিল রোমান সম্রাটের তৎপরতা ও মদিনার মুনাফিকদের সাথে তার সংযোগ। মুনাফিকরা তাদের শলাপরামর্শের জন্য কেন্দ্র স্থাপন করেছে মসজিদের নামে। যা মসজিদে দিরার নামে পরিচিত। তাবুক অভিযানের আগেই এটি তৈরি হয়েছে। আল্লাহ তায়ালার নির্দেশে মুহাম্মদ সা. তাবুক থেকে ফিরে মদিনায় প্রবেশের আগেই একটি ছোট...