
নতুন করে একটি সমস্যা দেখা দিল মক্কাবাসীদের সামনে। মুহাম্মদ সা. প্রকাশ্যে ইসলাম প্রচারের কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এসে পড়লো হজ্জের সময়। এটা তো জানা কথা যে, আরবের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিদল এ সময় মক্কায় আসবে। এ কারণে তারা খুব বিচলিত হয়ে পড়লো। মুহাম্মদ যদি এখন সবার কাছে তার কথাগুলো পেশ করে তবে তো...