
থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। খুবই ব্যস্ত সময় যাচ্ছে শাহিদের। অধিকাংশ ভার্সিটির ছেলেদের যা হয়, সারাবছর বইয়ের সাথে কোন যোগাযোগ নেই। পরীক্ষা এলেই চোখের জল আর নাকের জল এক হয়ে যায়। শাহিদও তার ব্যতিক্রম নয়। তারই ক্লাসফ্রেন্ড রকিবের কাছে তার ছোটাছুটি এখন নিয়মিত। রকিব গ্রামের ছেলে, রাজনীতি করে না বলে...