
রাসূল সা.-এর সময় আরবের মধ্যে ইহুদীরা পড়াশোনা ভালো করতো। তাদের অনেক জানাশোনা ছিল। রাসূল সা.-এর আগমন ও তাঁর দাওয়াতের সংবাদ যখন সবদিকে ছড়িয়ে পড়লো তখন ইহুদীরা মহানবীর সত্যতা বুঝতে চাইলো। তারা ভেবেছিল শেষ নবী তাদের মধ্য থেকেই আসবে কারণ তাদের তাওরাতে মহানবী সা.-এর ভবিষ্যতবাণী নিয়ে আলোচনা আছে। মক্কার...