৩ মে, ২০২৫

সংবিধান সংস্কার প্রস্তাবনা ০৯ : রাষ্ট্রের নাম, জাতীয় সংগীত ও প্রতিকৃতি সংক্রান্ত


বাংলাদেশ মুসলিমদের দেশ। এদেশ পরিচালনার জন্য গঠিত সংবিধান অবশ্যই মুসলিমদের চেতনার আলোকেই হতে হবে।

১. নাম
রাষ্ট্রের নামের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় 'ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ' এমনভাবে নাম হলে। বাংলাদেশের বর্তমান নাম 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' এটা আসলে অনেকটা প্রতারণামূলক নাম। জনগণ রাষ্ট্রকে শাসন করে না। রাষ্ট্র যেভাবে শাসিত হয়, নাম সেভাবেই হওয়া উচিত।

২. বর্তমান সংবিধানে প্রথম অধ্যায়ের নাম রাখা হয়েছে 'প্রজাতন্ত্র'। এটা সংশোধন হয়ে হওয়া উচিত 'ইসলামী শাসনতন্ত্র'।

৩. ভাষা
রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি আরবি ও ইংলিশও রাখা যেতে পারে। রাষ্ট্রের জনগণ বহু ভাষার বিশেষ করে আরবি ও ইংলিশের সাথে যুক্ত থাকলে রাষ্ট্রের উন্নতি ও ভিন্ন ভাষার জ্ঞানভান্ডার থেকে বঞ্চিত হতে হয় না। তাই বাংলার পাশাপাশি এই দুই ভাষা রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে যুক্ত থাকা দরকার।

৪. জাতীয় সংগীত
বর্তমান সংবিধানে জাতীয় সংগীত হিসেবে যুক্ত আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আমার সোনার বাংলা'র' ১ম দশ লাইন। এটা বাংলাদেশের জাতীয় সংগীত হওয়ার যোগ্যতা রাখে না, কারণ
ক. এই সংগীত লিখিত হয়েছে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের বিরুদ্ধে।
খ. এই সংগীতে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চেতনা প্রতিফলিত হয় নি।
গ. একটি জাতীয় সংগীতে যে যে উপাদান থাকা দরকার তা এই সংগীতে নেই।

নতুন একটি জাতীয় সংগীত লেখা হোক। সংগীতে যা যা উপাদান থাকা উচিত
i. আল্লাহর প্রশংসা
ii. রাষ্ট্রের সৌন্দর্যের বর্ণনা
iii. রাষ্ট্রের সংহতি
iv. রাষ্ট্রের জনগণের বীরত্ব
v. রাষ্ট্র গড়ার অঙ্গিকার
vi. রাষ্ট্রকে ভালোবাসা ও
vii. রাষ্ট্রের জন্য জীবন দেওয়ার অঙ্গীকার
এই উপাদানগুলো বিবেচনায় নিয়ে নতুন একটি জাতীয় সংগীত লেখার ব্যবস্থা করা দরকার।

৫. শেখ মুজিবের প্রতিকৃতি
বর্তমান সংবিধানে শেখ মুজিবের প্রতিকৃতি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শন করতে বলা হয়েছে।

শেখ মুজিবের প্রতিকৃতি দুই কারনে প্রদর্শন করা যাবে না।
১. শেখ মুজিব একজন গণহত্যাকারী, স্বৈরাচার। তারা ছবির সম্মানসূচক প্রদর্শন রাষ্ট্র ও জনগণের জন্য অবমাননাকারী।
২. কোনো ভালো মানুষের ছবি প্রদর্শন করাও ইসলামস্মমত নয়। এটা ইসলামে নিষিদ্ধ। মুহাম্মদ সা. বলেন, ছবি টানানো হলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ও নামাজ কবুল হয় না।

অতএব শুধু শেখ মুজিব নয়, কারো ছবিই প্রদর্শন করার কথা সংবিধানে থাকা যাবে না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন